Wellcome to National Portal
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২২

অবৈধ রেডিও যন্ত্রপাতি বিক্রয় বন্ধ করা

 

অবৈধ/অনুমোদনবিহীন বেতার যন্ত্র বিক্রয় ও ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা
 
অবৈধ/অনুমোদনবিহীন ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত বেতারযন্ত্র/মোবাইল ফোন হ্যান্ডসেট/ওয়াকিটকি/বেইস রিপিটার এবং ফিক্সড ওয়্যারলেস ফোন/মডেমসহ বিভিন্ন বেতার যন্ত্রপাতি বাজারজাত, বিক্রয়, বিপনন ও বিতরণ বন্ধ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী/RAB এবং ভ্রাম্যমান আদালত এর সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধ যন্ত্রপাতি জব্দ করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
 
সেবা গ্রহণ পদ্ধতিঃ 
 * গ্রাহক-কে আবেদন করতে হবে। 
* উক্ত আবেদন চেয়ারম্যান, বিটিআরসি বরাবর করতে হবে। প্রয়োজনে দৃষ্টি আকর্ষনে পরিচালক (ইএন্ডআই)-কে রাখতে হবে।  
* উক্ত আবেদনপত্রে (অভিযোগের তথ্য প্রমাণসহ) সংশ্লিষ্ট  অন্যান্য কাগজপত্র  (যদি থাকে) সংযুক্ত করে দিতে হবে। 
* গোপনীয় তথ্য প্রেরণ।