Wellcome to National Portal
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ফেব্রুয়ারি ২০২২

ডু নট ডিস্টার্ব

অনাকাংখিত প্রমোশনাল মেসেজ বন্ধ করার জন্য Do Not Disturb (DND)
 
মোবাইল অপারেটর সমূহ বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিসের প্রচারণা কাজে প্রমোশনাল এসএমএস প্রদান করে থাকে। অনেক ক্ষেত্রে গ্রাহকগনের নিকট প্রমোশনাল এসএমএস প্রাপ্তি বিরক্তিকর বলে প্রতীয়মান হয়।এক্ষেত্রে গ্রাহকগণ Do Not Disturb (DND) সেবা চালু করে মোবাইল অপারেটরসমূহের নিজস্ব প্রমোশনাল এসএমএস প্রাপ্তি বন্ধ করতে পারবেন। বিটিআরসি হতে মোবাইল অপারেটর সমূহকে প্রতি মাসে অন্ততঃ একবার Do Not Disturb (DND) সেবা চালুকরণ সংক্রান্ত এসএমএস প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে করে গ্রাহকগণ সহজেই DND সেবা গ্রহণ করতে পারেন।
 
সেবা গ্রহণ পদ্ধতিঃ গ্রাহকগণ অপারেটরসমূহের DND সার্ভিসের কোডসমূহ যথাঃ গ্রামীনফোনের গ্রাহকদের *১২১*১১০১#, বাংলালিংক এর গ্রাহকদের *১২১*৮*৬#  এবং রবির গ্রাহকদের *৭# ডায়াল করে সেবাটি গ্রহণ করতে পারবে।