Wellcome to National Portal
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ফেব্রুয়ারি ২০২২

অবৈধ কার্যক্রম অনুসন্ধান

 

বিটিআরসির লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহের অবৈধ কার্যক্রম অনুসন্ধান, পর্যবেক্ষণ করা এবং অবৈধ কার্যক্রম বন্ধ করা
 
বিটিআরসি’র লাইসেন্সধারী ISP, ICX, ITC, IIG, NIX, BWA, IGW, IPTSP, TVAS, Call Center, PSTN, VTS, VSAT, BSCCL এবং NTTN প্রতিষ্ঠানসমূহের অবৈধ কার্যক্রম অনুসন্ধান, পর্যবেক্ষণ করা এবং অবৈধ কার্যক্রম বন্ধ করা। এছাড়া প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 
 
সেবা গ্রহণ পদ্ধতিঃ 
* গ্রাহক-কে আবেদন করতে হবে। 
* উক্ত আবেদন চেয়ারম্যান, বিটিআরসি বরাবর করতে হবে। প্রয়োজনে দৃষ্টি আকর্ষনে পরিচালক (ইএন্ডআই)-কে রাখতে হবে।  
* উক্ত আবেদনপত্রে (অভিযোগের তথ্য প্রমাণসহ) সংশ্লিষ্ট  অন্যান্য কাগজপত্র  (যদি থাকে) সংযুক্ত করে দিতে হবে। 
* গোপনীয় তথ্য প্রেরণ।