Wellcome to National Portal
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০২২

গণশুনানি


প্রকাশন তারিখ : 2022-11-10

গণশুনানি বিজ্ঞপ্তি

 

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর পক্ষ থেকে টেলিযোগাযোগ সংশ্লিষ্ট সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ফোন ব্যবহারকারী, ভোক্তা অধিকার সংস্থা এবং পেশাজীবীসহ আগ্রহী যে কোন ব্যক্তিবর্গের জন্য আগামী ৮ ডিসেম্বর ২০২২ তারিখ, বৃহস্পতিবার, সকাল ১১:০০ ঘটিকায় সরাসরি চট্টগ্রামস্থ Radisson Blu Chattogram Bay View হোটেল ও অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সম্পর্কিত বিষয়ে গণশুনানির আয়োজন করা হয়েছে। গণশুনানিতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিবর্গের অনলাইন নিবন্ধন করা আবশ্যক। নিবন্ধনের জন্য আগামী ২৬ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে বিটিআরসি ওয়েবসাইট হতে নির্ধারিত ফর্ম পূরণের জন্য অনুরোধ করা হলো।

 

টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে কোন ব্যক্তি/প্রতিষ্ঠানের বক্তব্য/প্রশ্ন/উপদেশ ইত্যাদি অনলাইনে ফর্ম পূরণ করে আগামী ২৬ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হলো (রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন)। উল্লেখ্য, সময়ের সীমাবদ্ধতার বিষয় বিবেচনা করে শুধুমাত্র বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন/বক্তব্য/উপদেশ প্রদানকারীগণকে একটি ই-মেইল বা ম্যাসেজ এর মাধ্যমে অংশগ্রহণের জন্য নিশ্চিত করা হবে এবং সরাসরি চট্টগ্রামস্থ Radisson Blu Chattogram Bay View হোটেল ও অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিতব্য গণশুনানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য (আইডি/পাসওয়ার্ড ইত্যাদি) সরবরাহ করা হবে।

 

জনস্বার্থে বিটিআরসি।