Wellcome to National Portal
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০২৪

গণশুনানি ২০২৪ বিজ্ঞপ্তি

টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে গণশুনানি

 

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সম্মানিত গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহী যেকোন ব্যক্তিবর্গের জন্য আগামী ০৮ মে, ২০২৪ খ্রি. বুধবার, সকাল ১১:০০ টায় ঢাকাস্থ আগারগাঁও প্রশাসনিক এলাকায় বিটিআরসি ভবনে “টেলিযোগাযোগ সেবা  ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম” শীর্ষক গণশুনানির আয়োজন করা হয়েছে। তবে যারা সশরীরে উপস্থিত হতে অপরাগ হবেন তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। গণশুনানিতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিবর্গের অনলাইন নিবন্ধন করা আবশ্যক।

টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে কোন ব্যক্তি/প্রতিষ্ঠানের বক্তব্য/প্রশ্ন/উপদেশ ইত্যাদি আগামী ২৫ এপ্রিল, ২০২৪ এর মধ্যে নিবন্ধন ​ওয়েব লিংক এর মাধ্যমে সংশ্লিষ্ট ফর্ম পূরণ করত: নিবন্ধন সম্পন্নের অনুরোধ জানানো হলো। 


উল্লেখ্য, সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় শুধুমাত্র বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন/বক্তব্য/উপদেশ দানকারীগণকে একটি ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে এবং সরাসরি ঢাকাস্থ আগারগাঁও প্রশাসনিক এলাকায় বিটিআরসি ভবনে ও অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিতব্য গণশুনানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য (আইডি/পাসওয়ার্ড ইত্যাদি) সরবরাহ করা হবে।

 

গণশুনানি ২০২৪

গণশুনানি ২০২৩-২০২৪ প্রতিবেদন

জনস্বার্থে বিটিআরসি।